আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৪. স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২২৯০
আন্তর্জাতিক নং: ২২৯০
স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
দাঁড়ি-পাল্লা এবং বালতি সম্পর্কে নবী (ﷺ) এর স্বপ্ন।
২২৯৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ....... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে নবী (ﷺ) এর একটি স্বপ্ন সম্পর্কে বর্ণিত, তিনি বলেন, নবীজী (ﷺ) বলেছেনঃ উসকু-খুসকু চুল বিশিষ্টা এক কাল বর্ণের নারীকে মদীনা থেকে বের হয়ে মাহইয়াআ অর্থাৎ জুহফায় গিয়ে দাঁড়াতে দেখলাম। তখন আমি ব্যাখ্যা দিলাম যে মদীনার রোগ বালাই জুহফায় স্থানান্তরিত হয়ে গেল।
أبواب الرؤيا عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي رُؤْيَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِيزَانَ وَالدَّلْوَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رُؤْيَا النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالَ " رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ حَتَّى قَامَتْ بِمَهْيَعَةَ وَهِيَ الْجُحْفَةُ وَأَوَّلْتُهَا وَبَاءَ الْمَدِينَةِ يُنْقَلُ إِلَى الْجُحْفَةِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)