আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৯. নবীজী ﷺ থেকে বর্ণিত জাহান্নামের বিবরণ

হাদীস নং: ২৬০০
আন্তর্জাতিক নং: ২৬০০
নবীজী ﷺ থেকে বর্ণিত জাহান্নামের বিবরণ
এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
২৬০১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ..... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার উম্মতের এক সম্প্রদায়কে আমার সুপারিশে জাহান্নাম থেকে বের করে আনা হবে। তাদের ’‘জাহান্নামীয়্যূন’’ বলে আখ্যায়িত করা হবে। - ইবনে মাজাহ, বুখারি

হাদীসটি হাসান-সহীহ। আবু রাজা উতারিদী (রাহঃ)-এর নাম হল ইমরান ইবনে তায়ম। তাকে ইবনে মিলাহানও বলা হয়।
أبواب صفة جهنم عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ مِنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ ذَكْوَانَ، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيَخْرُجَنَّ قَوْمٌ مِنْ أُمَّتِي مِنَ النَّارِ بِشَفَاعَتِي يُسَمَّوْنَ الْجَهَنَّمِيُّونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ اسْمُهُ عِمْرَانُ بْنُ تَيْمٍ وَيُقَالُ ابْنُ مِلْحَانَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)