আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪০. ঈমানের অধ্যায়
হাদীস নং: ২৬১৯
আন্তর্জাতিক নং: ২৬১৯
 ঈমানের অধ্যায়
নামায পরিত্যাগ করা।
২৬২০. হান্নাদ (রাহঃ) ..... আ’মাশ (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ বান্দা ও শিরক বা কুফরের মাঝে ব্যবধান হল নামায পরিত্যাগ করা।
এই হাদীসটি হাসান-সহীহ। আবু সুফিয়ান (রাহঃ) এর নাম হল তালহা ইবনে নাফি‘।
এই হাদীসটি হাসান-সহীহ। আবু সুফিয়ান (রাহঃ) এর নাম হল তালহা ইবনে নাফি‘।
أبواب الإيمان عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي تَرْكِ الصَّلاَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَقَالَ  " بَيْنَ الْعَبْدِ وَبَيْنَ الشِّرْكِ أَوِ الْكُفْرِ تَرْكُ الصَّلاَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو سُفْيَانَ اسْمُهُ طَلْحَةُ بْنُ نَافِعٍ .