আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪১. নবীজী ﷺ থেকে বর্ণিত ইলমের অধ্যায়
হাদীস নং: ২৬৮৩
আন্তর্জাতিক নং: ২৬৮৩
নবীজী ﷺ থেকে বর্ণিত ইলমের অধ্যায়
ইবাদতের উপর ফিকহের (দ্বীনী ইলমের) ফযীলত।
২৬৮৩. হান্নাদ (রাহঃ) ..... ইয়াযীদ ইবনে সালামা জু’ফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বলেছিলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তো আপনার নিকট থেকে বহু হাদীস শুনে থাকি কিন্তু আমার আশঙ্কা হয় যে, শেষ কথা প্রথম অংশকে ভুলিয়ে দিবে। সুতরাং আমাকে এমন একটি কালেমা বলুন যার মধ্যে সবকিছুই শামিল রয়েছে। তিনি বললেনঃ যা তুমি জান সে ব্যাপারে তুমি আল্লাহ্ কে ভয় করে চলবে।
এই হাদীসটি মুত্তাসিল নয়। আমার কাছে এটি মুরসাল। আমার মতে ইবনে আশওয়া‘ (রাহঃ) ইয়াযীদ ইবনে সালামা (রাযিঃ) এর সাক্ষাত পান নি। ইবনে আশওয়া-এর নাম সাঈদ ইবনে আশওয়া’।
এই হাদীসটি মুত্তাসিল নয়। আমার কাছে এটি মুরসাল। আমার মতে ইবনে আশওয়া‘ (রাহঃ) ইয়াযীদ ইবনে সালামা (রাযিঃ) এর সাক্ষাত পান নি। ইবনে আশওয়া-এর নাম সাঈদ ইবনে আশওয়া’।
أبواب العلم عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنْ يَزِيدَ بْنِ سَلَمَةَ الْجُعْفِيِّ، قَالَ قَالَ يَزِيدُ بْنُ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ سَمِعْتُ مِنْكَ، حَدِيثًا كَثِيرًا أَخَافُ أَنْ يُنْسِيَنِي، أَوَّلَهُ آخِرُهُ فَحَدِّثْنِي بِكَلِمَةٍ تَكُونُ جِمَاعًا . قَالَ " اتَّقِ اللَّهَ فِيمَا تَعْلَمُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ وَهُوَ عِنْدِي مُرْسَلٌ . وَلَمْ يُدْرِكْ عِنْدِي ابْنُ أَشْوَعَ يَزِيدَ بْنَ سَلَمَةَ وَابْنُ أَشْوَعَ اسْمُهُ سَعِيدُ بْنُ أَشْوَعَ .
বর্ণনাকারী: