আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৭৯৮
আন্তর্জাতিক নং: ২৭৯৮
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
উরু সতরের অন্তর্ভুক্ত।
২৭৯৮. হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) ...... জারহাদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ তার উরু খোলা ছিল। এমন সময় নবী (ﷺ) তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন বললেনঃ তোমার উরু ঢাক, কেননা উরুও সতরের অন্তর্ভূক্ত।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ أَنَّ الفَخِذَ عَوْرَةٌ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَبِي الزِّنَادِ، أَخْبَرَنِي ابْنُ جَرْهَدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِهِ وَهُوَ كَاشِفٌ عَنْ فَخِذِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " غَطِّ فَخِذَكَ فَإِنَّهَا مِنَ الْعَوْرَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .

وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَمُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَحْشٍ وَلِعَبْدِ اللَّهِ بْنِ جَحْشٍ صُحْبَةٌ وَلاِبْنِهِ مُحَمَّدٍ صُحْبَةٌ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
জামে' তিরমিযী - হাদীস নং ২৭৯৮ | মুসলিম বাংলা