আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ২৮৩৭
আন্তর্জাতিক নং: ২৮৩৭
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
অপছন্দনীয় নাম।
২৮৩৭. মুহাম্মাদ ইবনে মায়মুন মক্কী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে মারফূ’রূপে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে অবাঞ্ছিত নাম হবে সেই ব্যক্তির যার নাম রাখা হয়েছে ’মালিকুল আমলাক’।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا يُكْرَهُ مِنَ الأَسْمَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَخْنَعُ اسْمٍ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ تَسَمَّى بِمَلِكِ الأَمْلاَكِ " . قَالَ سُفْيَانُ شَاهَانْ شَاهْ وَأَخْنَعُ يَعْنِي أَقْبَحَ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .