আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ২৯৭৯
আন্তর্জাতিক নং: ২৯৭৯
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আল-বাকারা
২৯৭৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, (نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ) আয়াতটি প্রসঙ্গে নবী (ﷺ) বলেছেনঃ একই দ্বার (অর্থাৎ যোনীদ্বার) দিয়ে।
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
ইবনে খুছায়ম (রাহঃ) হলেন, আব্দুল্লাহ্ ইবনে উসমান ইবনে খুছায়ম। ইবনে সাবিত হলেন আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে সাবিত জুমাহী মক্কী (রাহঃ)। হাফসা (রাহঃ), ইনি হলেন বিনতে আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দীক (রাযিঃ)। অন্য রিওয়ায়াতেصمام শব্দটি’ سِمَام রূপেও বর্ণিত আছে।
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ।
ইবনে খুছায়ম (রাহঃ) হলেন, আব্দুল্লাহ্ ইবনে উসমান ইবনে খুছায়ম। ইবনে সাবিত হলেন আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে সাবিত জুমাহী মক্কী (রাহঃ)। হাফসা (রাহঃ), ইনি হলেন বিনতে আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দীক (রাযিঃ)। অন্য রিওয়ায়াতেصمام শব্দটি’ سِمَام রূপেও বর্ণিত আছে।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ البَقَرَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنِ ابْنِ سَابِطٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِهِ : (نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ ) يَعْنِي صِمَامًا وَاحِدًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَابْنُ خُثَيْمٍ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ وَابْنُ سَابِطٍ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَابِطٍ الْجُمَحِيُّ الْمَكِّيُّ وَحَفْصَةُ هِيَ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَيُرْوَى فِي سِمَامٍ وَاحِدٍ .