আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ২৯৮৪
আন্তর্জাতিক নং: ২৯৮৪
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আল-বাকারা
২৯৮৪. হাম্মাদ (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) খন্দকের যুদ্ধের দিন বলেছিলেনঃ হে আল্লাহ্! আপনি এদের (কাফিরদের) কবরগুলো এবং ঘরগুলোকে আগুন দিয়ে ভর্তি করে দিন, যেমন এরা আমাদেরকে সালাতুল উসতা থেকে বিরত করে রাখল, এমনকি সূর্য ডুবে গেল। আবু দাউদ, বুখারি, মুসলিম
হাদীসটি হাসান-সহীহ। আলী (রাযিঃ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে। আবু হাসসান আ’রাজ (রাহঃ)-এর নাম হল মুসলিম।
হাদীসটি হাসান-সহীহ। আলী (রাযিঃ) থেকে একাধিক সূত্রে এটি বর্ণিত আছে। আবু হাসসান আ’রাজ (রাহঃ)-এর নাম হল মুসলিম।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ البَقَرَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَسَّانَ الأَعْرَجِ، عَنْ عَبِيدَةَ السَّلْمَانِيِّ، أَنَّ عَلِيًّا، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الأَحْزَابِ " اللَّهُمَّ امْلأْ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ نَارًا كَمَا شَغَلُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَلِيٍّ وَأَبُو حَسَّانَ الأَعْرَجُ اسْمُهُ مُسْلِمٌ .