আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৩০৩৭
আন্তর্জাতিক নং: ৩০৩৭
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আন-নিসা
৩০৩৭. খাল্লাদ ইবনে আসলাম বাগদাদী (রাহঃ) ..... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কুরআন করীমে আমার কাছে এই আয়াতটি অপেক্ষা প্রিয় আয়াত আর কোনটি নেইঃ (৪ঃ ১১৬)
إِنَّ اللَّهَ لاَ يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
আবু ফাখিত (রাহঃ) এর নাম সাঈদ ইবনে ইলাকা। ছুওয়ার (রাহঃ) এর কুনিয়াত হল আবু জাহম। তিনি হলেন, কুফী। তিনি ইবনে উমর ও ইবনে যুবাইর (রাযিঃ) থেকে সরাসরি হাদীস শুনেছেন। ইবনে মাহদী (রাহঃ) তাঁকে কিছু দোষারোপ করতেন।
إِنَّ اللَّهَ لاَ يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।
আবু ফাখিত (রাহঃ) এর নাম সাঈদ ইবনে ইলাকা। ছুওয়ার (রাহঃ) এর কুনিয়াত হল আবু জাহম। তিনি হলেন, কুফী। তিনি ইবনে উমর ও ইবনে যুবাইর (রাযিঃ) থেকে সরাসরি হাদীস শুনেছেন। ইবনে মাহদী (রাহঃ) তাঁকে কিছু দোষারোপ করতেন।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ النِّسَاءِ
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ أَسْلَمَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ ثُوَيْرِ بْنِ أَبِي فَاخِتَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ مَا فِي الْقُرْآنِ آيَةٌ أَحَبُّ إِلَىَّ مِنْ هَذِهِ الآيَةِ : ( إِنَّ اللَّهَ لاَ يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ ) قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَأَبُو فَاخِتَةَ اسْمُهُ سَعِيدُ بْنُ عِلاَقَةَ وَثُوَيْرٌ يُكْنَى أَبَا جَهْمٍ وَهُوَ رَجُلٌ كُوفِيٌّ مِنَ التَّابِعِينَ وَقَدْ سَمِعَ مِنِ ابْنِ عُمَرَ وَابْنِ الزُّبَيْرِ . وَابْنُ مَهْدِيٍّ كَانَ يَغْمِزُهُ قَلِيلاً .