আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৩০০
আন্তর্জাতিক নং: ৩৫৫২
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২০৭৩. নবী কারীম (ﷺ) সম্পর্কে বর্ণনা
৩৩০০। আবু নু‘আয়ম (রাহঃ) .... আবু ইসহাক তাবে-ই (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বারা (রাযিঃ)- কে জিজ্ঞাসা করা হল, নবী কারীম (ﷺ)- এর চেহারা মুবারক কি তরবারীর ন্যায় (চকচকে) ছিল? তিনি বলেন, না, বরং চাঁদের মত (স্নিগ্ধ ও মনোরম) ছিল।
كتاب المناقب
باب صِفَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم
3552 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سُئِلَ البَرَاءُ أَكَانَ وَجْهُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَ السَّيْفِ؟ قَالَ: لاَ بَلْ مِثْلَ القَمَرِ "