আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৪৮৬
আন্তর্জাতিক নং: ৩৪৮৬
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাত দিয়ে তাসবীহ গণনা করা
৩৪৮৬. মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে তার হাত দ্বারা তাসবীহ গণনা করতে দেখেছি।

আ’মাশ (রাহঃ) ......... আতা ইবনে সাইব (রাহঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান গারীব। শু’বা এবং ছাওরী (রাহঃ) এই হাদীসটি আতা ইবনে সাইব (রাহঃ) থেকে দীর্ঘ করে রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে ইউসায়রা বিনতে ইয়াসির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي عَقْدِ التَّسْبِيحِ بِالْيَدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، - بَصْرِيٌّ - حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَعْقِدُ التَّسْبِيحَ . وَقَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الأَعْمَشِ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ . وَرَوَى شُعْبَةُ وَالثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ بِطُولِهِ . وَفِي الْبَابِ عَنْ يُسَيْرَةَ بِنْتِ يَاسِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم, [قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم: يَا مَعْشَرَ النِّسَاءِ اعْقِدْنَ بِالأَنَامِلِ, فَإِنَّهُنَّ مَسْئُولَاتٍ مُسْتَنْطَقَاتٍ]