আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬১৯
আন্তর্জাতিক নং: ৩৬১৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : নবী (ﷺ) এর বেলাদত
৩৬১৯. মুহাম্মাদ ইবন বাশ্শার আব্দী (রাহঃ)... কায়স ইবন মাখরামা (রাযিঃ) তাঁর পিতা থেকে এবং তিনি পিতামহ থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্ উভয়েরই জন্ম হয়েছে আমুল ফীলে।*
উছমান ইবন আফফান (রাযিঃ) একবার ইয়া'মার ইবন লায়ছ গোত্রের ইবন আশয়াম (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিলেনঃ আপনি বড়, না রাসূলুল্লাহ্ বড়?
তিনি বললেনঃ বড় তো রাসূলুল্লাহ্ (ﷺ) , তবে জন্মের তারিখ আমারটা আগে। তিনি আরো বলেনঃ আমি (আবাবীল) পাখির সবুজ রংের পরিবর্তিত বিষ্ঠা দেখেছি।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي مِيلَادِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
3619 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ العَبْدِيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ المُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسِ بْنِ مَخْرَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: «وُلِدْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفِيلِ»، قَالَ: وَسَأَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ قُبَاثَ بْنَ أَشْيَمَ أَخَا بَنِي يَعْمَرَ بْنِ لَيْثٍ: أَنْتَ أَكْبَرُ أَمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْبَرُ مِنِّي وَأَنَا أَقْدَمُ مِنْهُ فِي المِيلَادِ»، قَالَ: «وَرَأَيْتُ خَذْقَ الْفِيلِ أَخْضَرَ مُحِيلًا». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান