আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮১৭
আন্তর্জাতিক নং: ৩৮১৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : উসামা ইবন যায়দ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১৭। আবু কুরায়ৰ (রাহঃ)... মুহাম্মাদ ইবন উসামা ইবন যায়দ তাঁর পিতা উসামা ইবুন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুশয্যায় অত্যন্ত দুর্বল হয়ে পড়লে আমি সহ অন্যান্যরাও মদীনার অভ্যন্তরে চলে এলাম। আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে গেলাম। তাঁর যবান তখন বন্ধ ছিল। তাই কোন কথা বললেন না। রাসূলুল্লাহ (ﷺ) তখন আমার গায়ে তাঁর দুই হাত রাখলেন এবং সে দুটো উপরের দিকে তুলে ধরতে লাগলেন। আমি বুঝলাম তিনি আমার জন্য দু'আ করছেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ مُحَمَّدِ بْنِ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَبَطْتُ وَهَبَطَ النَّاسُ المَدِينَةَ، فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَصْمَتَ فَلَمْ يَتَكَلَّمْ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَضَعُ يَدَيْهِ عَلَيَّ وَيَرْفَعُهُمَا فَأَعْرِفُ أَنَّهُ يَدْعُو لِي»: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান