আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮১৯
আন্তর্জাতিক নং: ৩৮১৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : উসামা ইবন যায়দ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১৯। আহমদ ইবন হাসান (রাহঃ)... উসামা ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) --এর কাছে বসা ছিলাম। এমন সময় আলী ও আব্বাস (রাযিঃ) এসে তাঁর কাছে প্রবেশের অনুমতি চাইলেন। তাঁরা বললেনঃ হে উসামা, রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আমাদের জন্য অনুমতি লও। আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ্। আলী ও আব্বাস ভিতরে আসতে অনুমতি চাচ্ছেন। নবী (ﷺ) বললেন তাঁরা কেন এসেছে তুমি কি তা জান? আমি বললাম না।

নবী (ﷺ) বললেনঃ কিন্তু আমি তা জানি, তাঁদের আসতে অনুমতি দাও।

তাঁরা সেখানে আসলেন এবং বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্। আপনার পরিবারের মধ্যে আপনার কাছে অধিক প্রিয় কে, তা জানার জন্য আপনার কাছে আমরা এসেছি। তিনি বললেনঃ ফাতিমা বিনত মুহাম্মাদ। তাঁরা বললেন : আমরা এসেছি আপনার নিকটবর্তী লোকদের মধ্যে কে অধিক প্রিয় সে সম্পর্কে জানতে। নবী (ﷺ) বললেন : আমার নিকটবর্তীদের মধ্যে আমার নিকট অধিক প্রিয় হল সেই জন, যার উপর আল্লাহ্ অনুগ্রহ করেছেন এবং আমিও অনুগ্রহ করেছি অর্থাৎ উসামা ইবন যায়দ।

তাঁরা বললেন : এরপর কে? নবী (ﷺ) বললেন। এরপর হল আলী ইবন আবু তালিব। আব্বাস (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ! আপনার চাচাকে সবার শেষে ফেলে দিলেন!

নবী (ﷺ) বললেন : আলী তো হিজরতের ব্যাপারে আপনার অগ্রবর্তী।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أسامة بن زيد رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ: كُنْتُ جَالِسًا إِذْ جَاءَ عَلِيٌّ وَالْعَبَّاسُ يَسْتَأْذِنَانِ، فَقَالَا: يَا أُسَامَةُ اسْتَأْذِنْ لَنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِيٌّ وَالعَبَّاسُ يَسْتَأْذِنَانِ، فَقَالَ: «أَتَدْرِي، مَا جَاءَ بِهِمَا»؟ قُلْتُ: لَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكِنِّي أَدْرِي، فَأَذِنَ لَهُمَا»، فَدَخَلَا، فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ جِئْنَاكَ نَسْأَلُكَ أَيُّ أَهْلِكَ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ»، فَقَالَا: مَا جِئْنَاكَ نَسْأَلُكَ عَنْ أَهْلِكَ. قَالَ: «أَحَبُّ أَهْلِي إِلَيَّ مَنْ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتُ عَلَيْهِ أُسَامَةُ بْنُ زَيْدٍ». قَالَا: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ». قَالَ العَبَّاسُ: يَا رَسُولَ اللَّهِ جَعَلْتَ عَمَّكَ آخِرَهُمْ؟ قَالَ: «لِأَنَّ عَلِيًّا قَدْ سَبَقَكَ بِالهِجْرَةِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান