আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৭৪
আন্তর্জাতিক নং: ৩৮৭৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ ফাতিমা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৭৪। হুসায়ন ইবন ইয়াযীদ কূফী (রাহঃ)-জুমায়' ইবন উমায়র তায়মী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমার ফুফুর সঙ্গে আমি আয়িশা (রাযিঃ)-এর কাছে গেলাম। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে লোকদের মাঝে সবচেয়ে প্রিয় কে ছিলেন?

তিনি বললেন : ফাতিমা (রাযিঃ)। আবার জিজ্ঞাসা করা হল : পুরুষদের মাঝে কোন্ জন?

তিনি বললেন : তাঁর স্বামী। আমার জানামতে তিনি ছিলেন, অত্যধিক সিয়াম পালনকারী ও অত্যধিক তাহাজ্জুদ গুযার।

এ হাদীসটি হাসান-গারীব

রাবী বলেন : আবু হিজাফ এর নাম দাউদ ইবন আবু আউফ। সুফিয়ান ছুরী (রাহঃ) আবু জিহাফের অসুস্থাবস্থায় তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في فضل فاطمة رضي الله عنها
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ يَزِيدَ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنْ أَبِي الجَحَّافِ، عَنْ جُمَيْعِ بْنِ عُمَيْرٍ التَّيْمِيِّ، قَالَ: دَخَلْتُ مَعَ عَمَّتِي عَلَى عَائِشَةَ فَسُئِلَتْ أَيُّ النَّاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "؟ قَالَتْ: «فَاطِمَةُ»، فَقِيلَ: مِنَ الرِّجَالِ؟ قَالَتْ: «زَوْجُهَا»، إِنْ كَانَ مَا عَلِمْتُ صَوَّامًا قَوَّامًا هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَأَبُو الجَحَّافِ اسْمُهُ: دَاوُدُ بْنُ أَبِي عَوْفٍ وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ: حَدَّثَنَا أَبُو الجَحَّافِ، وَكَانَ مَرْضِيًّا