আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৩- যে দয়া করে না, সে দয়া পায় না
৯৫। হযরত আবু সাঈদ (রাযিঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি ফরমাইয়াছেন ঃ যে দয়া করে না সে দয়া পায় না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ لا يَرْحَمُ لا يُرْحَمُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاءِ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ شَيْبَانَ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ.
হাদীসের ব্যাখ্যা:
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংক্ষেপে সে কথাই বলেছেন যে (যে ব্যক্তি দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না)। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করেন না। অপর এক হাদীছে তিনি ইরশাদ করেনঃ- الراحمون يرحمهم الرحمن، إرحموا أهل الأرض يرحمكم من في السماء ‘যারা দয়াশীল, দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। যারা পৃথিবীতে আছে তাদের প্রতি দয়া কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
ইসলামী শিক্ষায় দয়ামায়ার ব্যাপকতা
এ হাদীছে কেবল শিশু নয়, কেবল মুসলিম নয়; বরং জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি দয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি পশুপাখির প্রতিও। এক হাদীছে আছে, জনৈক পাপী ব্যক্তি একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলার রহমত লাভ করেছিলেন। তার সমস্ত পাপ ক্ষমা করা হয়েছিল। সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! পশুপাখির প্রতি দয়া করলেও আমরা ছাওয়াব পাব? তিনি বলেনঃ- في كل كبد رطبة أجر ‘প্রত্যেক তাজা কলিজার প্রতি অর্থাৎ প্রত্যেক জীবিতের প্রতি দয়া প্রদর্শনে ছাওয়াব আছে।
ইসলামী শিক্ষায় দয়ামায়ার ব্যাপকতা
এ হাদীছে কেবল শিশু নয়, কেবল মুসলিম নয়; বরং জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি দয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি পশুপাখির প্রতিও। এক হাদীছে আছে, জনৈক পাপী ব্যক্তি একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলার রহমত লাভ করেছিলেন। তার সমস্ত পাপ ক্ষমা করা হয়েছিল। সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! পশুপাখির প্রতি দয়া করলেও আমরা ছাওয়াব পাব? তিনি বলেনঃ- في كل كبد رطبة أجر ‘প্রত্যেক তাজা কলিজার প্রতি অর্থাৎ প্রত্যেক জীবিতের প্রতি দয়া প্রদর্শনে ছাওয়াব আছে।