আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৮২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৯৪- গােলামের প্রতিশােধ
১৮২. আবু লায়লা বলেন, হযরত সালমান (রাযিঃ) একদা বাহির হইলেন। তখন তাহার বাহন পশুটির ঘাস হাওদা হইতে রাস্তায় পড়িতেছিল। তখন তিনি (ক্রুদ্ধ হইয়া) গােলামকে বলিলেনঃ যদি আমার কিসাসের ভয় না হইত, তবে আমি তােকে ভীষণ শাস্তি দিতাম।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ قِصَاصِ الْعَبْدِ
حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ قَالَ‏:‏ سَمِعْتُ أَبَا لَيْلَى قَالَ‏:‏ خَرَجَ سَلْمَانُ فَإِذَا عَلَفُ دَابَّتِهِ يَتَسَاقَطُ مِنَ الْآرِيِّ، فَقَالَ لِخَادِمِهِ‏:‏ لَوْلاَ أَنِّي أَخَافُ الْقِصَاصَ لَأَوْجَعْتُكَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৮২ | মুসলিম বাংলা