আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩০৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৪২- মনের প্রসন্নতা।
৩০৩। হযরত আনাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ছিলেন সবচাইতে সুন্দর সর্বাধিক দাতা এবং সবচাইতে সাহসী পুরুষ। এক রাত্রিতে মদীনাবাসী (একটি বিকট শব্দ শ্রবণে) অত্যন্ত ভীত-সন্ত্রস্ত হন। তখন তাহারা শব্দের দিকে ছুটিলেন। নবী করীম (ﷺ) তখন তাঁহাদের সমুখে পড়িলেন (তিনি তখন সেদিক হইতে ফিরিয়া আসিতেছিলেন) তিনি তাহাদের পূর্বেই শব্দের দিকে ছুটিয়া গিয়াছিলেন। তিনি তখন বলিতেছিলেন, “বিচলিত হইও না। বিচলিত হইও না।” তিনি তখন আবু তালহার ঘোড়ায় সাওয়ার ছিলেন। উহাতে তখন জিন লাগানো ছিল এবং তাঁহার গ্রীবায় তরবারি ঝুলন্ত ছিল। তিনি বলিলেনঃ আমি তো উহাকে (ঘোড়াটিকে) সাগররূপী পাইলাম, অথবা উহা তো সাগর।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ: أَخْبَرَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ، وَأَجْوَدَ النَّاسِ، وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ، فَانْطَلَقَ النَّاسُ قِبَلَ الصَّوْتِ، فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ سَبَقَ النَّاسَ إِلَى الصَّوْتِ وَهُوَ يَقُولُ: لَنْ تُرَاعُوا، لَنْ تُرَاعُوا، وَهُوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْيٍ، مَا عَلَيْهِ سَرْجٌ، وَفِي عُنُقِهِ السَّيْفُ، فَقَالَ: لَقَدْ وَجَدْتُهُ بَحْرًا، أَوْ إِنَّهُ لَبَحْرٌ.