আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩১১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৪৫- মু’মিন খোঁটা দিতে পারে না
৩১১। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা কয়েকজন ইয়াহূদী নবী করীম (ﷺ)-এর খেদমতে আসিল। তাহারা আসিয়াই সম্ভাষণ করিল : আস্‌সামু আলায়কুম—“তোমার মৃত্যু হোক”! তখন হযরত আয়েশা (রাযিঃ) তাহাদের জবাবে বলিয়া উঠিলেন—ও আলাইকুম ও লা’আনাকুমুল্লাহ্ ও গাযিবুল্লাহু আলায়কুম—“এবং তোমাদের উপরও, আল্লাহ্ তোমাদিগকে অভিশপ্ত করুন ও গযবে নিঃপতিত করুন।” তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ধীরে আয়েশা! নম্রতা অবলম্বন কর এবং কখনও অশ্লীল ও রুক্ষভাষা ব্যবহার করিও না । তখন আয়েশা (রাযিঃ) বলিলেনঃ আপনি কি শুনেন নাই তাহারা কি বলিল ? বলিলেনঃ তুমি কি শুননাই আমি কী বলিয়াছি ? আমি তো তাহাদের জবাব (ওয়া আলাইকুম বলিয়া) দিয়া দিয়াছি। তাহাদের ব্যাপারে আমার দুআ তো কবূল হইয়া যাইবে অথচ আমার ব্যাপারে তাহাদের বক্তব্য কবূল হইবে না।
أبواب الأدب المفرد للبخاري
وَعَنْ عَبْدِ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ يَهُودًا أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا‏:‏ السَّامُ عَلَيْكُمْ، فَقَالَتْ عَائِشَةُ‏:‏ وَعَلَيْكُمْ، وَلَعَنَكُمُ اللَّهُ، وَغَضِبُ اللَّهُ عَلَيْكُمْ، قَالَ‏:‏ مَهْلاً يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ، قَالَتْ‏:‏ أَوَ لَمْ تَسْمَعْ مَا قَالُوا‏؟‏ قَالَ‏:‏ أَوَ لَمْ تَسْمَعِي مَا قُلْتُ‏؟‏ رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৩১১ | মুসলিম বাংলা