আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩২৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫২- লোকের দোষ অনুসন্ধানকারী
৩২৭। হযরত আলী (রাযিঃ) বলেন, ব্যতিব্যস্ত হইও না এবং কাহারো গোপন রহস্য ফাঁস করিও না। কেননা তোমাদের পশ্চাতে রহিয়াছে (কিয়ামতের) ভীষণ কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী বিপদসমূহ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْعَيَّابِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عِمْرَانَ بْنِ ظَبْيَانَ، عَنْ أَبِي يَحْيَى حَكِيمِ بْنِ سَعْدٍ قَالَ: سَمِعْتُ عَلِيًّا يَقُولُ: لاَ تَكُونُوا عُجُلاً مَذَايِيعَ بُذُرًا، فَإِنْ مِنْ وَرَائِكُمْ بَلاَءً مُبَرِّحًا مُمْلِحًا، وَأُمُورًا مُتَمَاحِلَةً رُدُحًا.