আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৩৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫৩- সম্মুখে প্রশংসা করা
৩৩৫। ইবরাহীম তাইমী তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ একদা আমি হযরত উমরের দরবারে উপবিষ্ট ছিলাম। তখন এক ব্যক্তি মুখের সামনে অপর এক ব্যক্তির প্রশংসা করিল। তখন তিনি বলিলেনঃ তুমি তো তাহাকে যবাই করিয়া ফেলিলে! আল্লাহ্ তোমার সর্বনাশ করুন!
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ، فَأَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ فِي وَجْهِهِ، فَقَالَ‏:‏ عَقَرْتَ الرَّجُلَ، عَقَرَكَ اللَّهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান