আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৭৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৭৪- ভূ-পৃষ্ঠবাসীর প্রতি দয়া কর
৩৭৪। মু’আবিয়া ইব্ন কুররাহ তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে হাযির হইয়া আরয করিল যে, ইয়া রাসূলাল্লাহ্! আমি ছাগী যবাই করি এবং দয়াপরবশ হই অথবা সে ব্যক্তি বলিল, ছাগী যবাই করিতে আমার অন্তরে দয়ার উদ্রেক হয়। এ কথা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) দুইবার বলিলেনঃ তুমি যদি ছাগলের প্রতি দয়া পরবশ হও, তবে আল্লাহ্ তাআলা তোমার প্রতি দয়া পরবশ হইবেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ مِخْرَاقٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، إِنِّي لَأَذْبَحُ الشَّاةَ فَأَرْحَمُهَا، أَوْ قَالَ: إِنِّي لَأَرْحَمُ الشَّاةَ أَنْ أَذْبَحَهَا، قَالَ: وَالشَّاةُ إِنْ رَحِمْتَهَا، رَحِمَكَ اللَّهُ مَرَّتَيْنِ.