আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৮৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৮০- মিথ্যা সর্বতোভাবে পরিত্যাজ্য
৩৮৮। হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেনঃ মিথ্যা কোন অবস্থায়ই সমর্থনযোগ্য নহে। চাই গাম্ভীর্যেই হউক, চাই ঠাট্টাচ্ছলেই হইক। আর উহাও অনুমোদনযোগ্য নহে যে তোমাদের মধ্যকার কেহ তাহার শিশু সন্তানের সহিত (কোন কিছু দেওয়ার) ওয়াদা করিবে আর পরে তাহা তাহাকে দিবে না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: لاَ يَصْلُحُ الْكَذِبُ فِي جِدٍّ وَلاَ هَزْلٍ، وَلاَ أَنْ يَعِدَ أَحَدُكُمْ وَلَدَهُ شَيْئًا ثُمَّ لاَ يُنْجِزُ لَهُ.