আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৪৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২০৮- অপচয়কারীগণ।
৪৪৫। হযরত আবুল উবায়দাইন বলেনঃ আমি হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিলাম যে, (কুরআন শরীফে শয়তানের ভাই বলিয়া উল্লিখিত) মুবায্‌যিরীন বা অপচয়কারী কাহারা ? জবাবে তিনি বলিলেনঃ যাহারা-না-হক খরচ করে তাহারাই অপচয়কারী।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْمُبَذِّرِينَ
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ أَبِي الْعُبَيْدَيْنِ قَالَ‏:‏ سَأَلْتُ عَبْدَ اللهِ عَنِ الْمُبَذِّرِينَ، قَالَ‏:‏ الَّذِينَ يُنْفِقُونَ فِي غَيْرِ حَقٍّ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান