আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৫১৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৩৪- রুগ্ন ব্যক্তিকে দেখিতে যাওয়া
৫১৭। হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন, একদা নবী করীম (ﷺ) হযরত উম্মুস সায়িবের বাড়িতে গেলেন। তিনি তখন প্রবল জ্বরে থরথর করিয়া কাঁপিতেছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইল ? জবাবে তিনি বলিলেনঃ জ্বর, আল্লাহ্ উহার সর্বনাশ করুন। নবী করীম (ﷺ) ফরমাইলেনঃ আস্তে, গালি দিও না। কেননা উহা মুমিন বান্দার গুনাহ রাশিকে বিদূরিত করে, যেমন দূর করে কর্মকারের চুলা (হ্যাঁপর) লোহার মরিচা।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَيُّوبَ ، قَالَ : حَدَّثَنَا شَبَابَةُ ، قَالَ : حَدَّثَنِي الْمُغِيرَةُ بْنُ مُسْلِمٍ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمِّ السَّائِبِ ، وَهِيَ تُزَفْزِفُ ، فَقَالَ : مَا لَكِ ؟ قَالَتِ : الْحُمَّى أَخْزَاهَا اللَّهُ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَهْ ، لا تَسُبِّيهَا ، فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا الْمُؤْمِنِ ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ " .