আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৫৭৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৬১. উট তাহার মালিকের জন্য মর্যাদার বস্তু
৫৭৮। হযরত আব্দা ইব্‌ন হুযন বলেন, একদা উটওয়ালা ও বকরীওয়ালারা পরস্পর গর্ব করিতেছিল। (অর্থাৎ প্রত্যেক কথাই নিজদিগকে বড় বলিয়া প্রকাশ করিতেছিল।) তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ মুসা (আ) রাসূলরূপে প্রেরিত হইলেন অথচ তিনি ছিলেন পশুর রাখাল। হযরত দাউদ (আ) রাসূল রূপে প্রেরিত হইলেন, তিনিই ছিলেন পশুর রাখাল। এবং আমি রাসূলরূপে প্রেরিত হইলাম আর আমিও আজইয়াদ নামক স্থানে আমার পরিবারের বকরীসমূহ চরাইতাম।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، سَمِعْتُ عَبْدَةَ بْنَ حَزْنٍ يَقُولُ‏:‏ تَفَاخَرَ أَهْلُ الإِبِلِ وَأَصْحَابُ الشَّاءِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ بُعِثَ مُوسَى وَهُوَ رَاعِي غَنَمٍ، وَبُعِثَ دَاوُدُ وَهُوَ رَاعٍ، وَبُعِثْتُ أَنَا وَأَنَا أَرْعَى غَنَمًا لأَهْلِي بِأَجْيَادِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৫৭৮ | মুসলিম বাংলা