আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৩২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭৯. অনুচ্ছেদ…
৬৩২. হযরত নাফি' বলেন, হযরত ইবন উমর (রাযিঃ) বলেনঃ আমি তো আমার প্রত্যেক ব্যাপারেই দু'আ করিয়া থাকি, এমন কি আমার বাহন জন্তুকে দ্রুত গতিসম্পন্ন করিয়া দেওয়ার জন্য আমি দু'আ করিয়া থাকি। ইহার যে ফল আমি প্রত্যক্ষ করি তাহাতে আমার আনন্দই হয়।
أبواب الأدب المفرد للبخاري
بَابٌ
حَدَّثَنَا حَدَّثَنَا عُبَيْدُ بْنُ يَعِيشَ ، قَالَ : حَدَّثَنَا يُونُسُ ، عَنِ ابْنِ إِسْحَاقَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " إِنِّي لأَدْعُو فِي كُلِّ شَيْءٍ مِنْ أَمْرِي حَتَّى أَنْ يُفْسِحَ اللَّهُ فِي مَشْيِ دَابَّتِي ، حَتَّى أَرَى مِنْ ذَلِكَ مَا يَسُرُّنِي