আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৬৪৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৮০- নবী (ﷺ)-এর প্রতি দরূদ
৬৪৬. হযরত আনাস এবং হযরত মালিক ইবন আওস (রাযিঃ) বর্ণনা করেন, একদা নবী করীম (ﷺ) প্রকৃতির ডাকে সাড়া দিয়া মাঠের দিকে বাহির হইতে উদ্যত হইলেন। কিন্তু সাথে যাইবার মত কাহাকেও পাইলেন না। তখন উমর (রাযিঃ) কুলুখের ঢিলা বা পানির পাত্র নিয়া তাঁহার অনুগমন করিলেন। এই সময় তিনি দেখিতে পাইলেন যে, নবী করীম (ﷺ) তখন একটি চারা ক্ষেতে সিজদারত অবস্থায় রহিয়াছেন। তিনি তখন একপাশে সরিয়া তাঁহার পশ্চাতে বসিয়া পড়িলেন। এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) মাথা তুলিলেন এবং বলিলেন, আমাকে সিজদায় দেখিয়া একপাশে সরিয়া গিয়া তুমি ভালই করিয়াছ উমর। এইমাত্র জিবরাঈল (আ) আসিয়া আমাকে বলিয়া গেলেন, “যে ব্যক্তি একবার আপনার প্রতি দরূদ পড়িবে আল্লাহ্ তা'আলা তাহার প্রতি দশবার রহমত বর্ষণ করিবেন এবং তাহার দশটি দরজা আল্লাহ্ তা'আলা বৃদ্ধি করিবেন।"
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، قَالَ : حَدَّثَنَا سَلَمَةُ بْنُ وَرْدَانَ قَالَ : سَمِعْتُ أَنَسًا ، وَمَالِكَ بْنَ أَوْسِ بْنِ الْحَدَثَانِ ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَتَبَرَّزُ ، فَلَمْ يَجِدْ أَحَدًا يَتْبَعُهُ ، فَخَرَجَ عُمَرُ فَاتَّبَعَهُ بِفَخَّارَةٍ أَوْ مِطْهَرَةٍ ، فَوَجَدَهُ سَاجِدًا فِي مِسْرَبٍ ، فَتَنَحَّى فَجَلَسَ وَرَاءَهُ ، حَتَّى رَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ ، فَقَالَ : أَحْسَنْتَ يَا عُمَرُ ، حِينَ وَجَدْتَنِي سَاجِدًا فَتَنَحَّيْتَ عَنِّي ، إِنَّ جِبْرِيلَ جَاءَنِي ، فَقَالَ : مَنْ صَلَّى عَلَيْكَ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا ، وَرَفَعَ لَهُ عَشْرَ دَرَجَاتٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান