আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭১১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৩- ইস্তিখারার দুআ।
৭১১. হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) বলেন, একদা হযরত আবু বকর (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিলেন, (ইয়া রাসূলাল্লাহ্) আমাকে এমন একটি দুআ শিক্ষা দিন যাহা আমি নামাযে পড়িব। ফরমাইলেন তুমি বলিবেঃ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا ، وَلا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ ، فَاغْفِرْ لِي مِنْ عِنْدِكَ مَغْفِرَةً ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ “হে আল্লাহ্, আমি আমার নিজ আত্মার প্রতি যথেষ্ট অবিচার করিয়াছি। তুমি ছাড়া আর গােনাহ মাফ করার মত কেহ নাই। সুতরাং তােমার পক্ষ হইতে আমাকে মার্জনা কর, কেননা তুমিই মার্জনাকারী এবং পরম দয়ালু।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ : حَدَّثَنَا ابْن وَهْبٍ ، قَالَ : أَخْبَرَنِي عَمْرٌو ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الْخَيْرِ ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قَالَ : قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ ، عَنْهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاتِي ، قَالَ : قُلِ : اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا ، وَلا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ ، فَاغْفِرْ لِي مِنْ عِنْدِكَ مَغْفِرَةً ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭১১ | মুসলিম বাংলা