আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭১৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৯৫- দুআকারীর জন্য যে সওয়াব ও প্রতিদান সঞ্চিত করা হয়।
৭১৬. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেন ও মুমিন ব্যক্তি মাত্রই যখন আল্লাহর দিকে মুখ করিয়া তাকায় (কপাল ঠুকে) তাঁহার কাছে বিনীত প্রার্থনা জানায়, আল্লাহ্ তাহাকে তাহা অবশ্যই দান করেন হয় ইহকালে তাহা নগদ দান করেন, নতুবা তাহার পরকালের জন্য উহা সঞ্চিত রাখিয়া দেন-যদি না সে তাড়াহুড়া আরম্ভ করিয়া দেয়। সাহাবাগণ আরয করিলেন সে তাড়াহুড়া কেমন করিয়া করিবে ইয়া রাসূলাল্লাহ্! বলিলেনঃ কেন সে বলিবে আমি দু'আর পর দু'আ করিতে থাকিলাম অথচ আমার কোন দু'আ তাে কবূল হইতে দেখিলাম না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا ابْنُ شَيْبَةَ ، قَالَ : أَخْبَرَنِي ابْنُ أَبِي الْفُدَيْكِ ، قَالَ : حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَوْهَبٍ ، عَنْ عَمِّهِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " مَا مِنْ مُؤْمِنٍ يَنْصُبُ وَجْهَهُ إِلَى اللَّهِ يَسْأَلُهُ مَسْأَلَةً ، إِلا أَعْطَاهُ إِيَّاهَا ، إِمَّا عَجَّلَهَا لَهُ فِي الدُّنْيَا ، وَإِمَّا ذَخَرَهَا لَهُ فِي الآخِرَةِ مَا لَمْ يَعْجَلْ ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، وَمَا عَجَلَتُهُ ؟ قَالَ : يَقُولُ : دَعَوْتُ وَدَعَوْتُ ، وَلا أُرَاهُ يُسْتَجَابُ لِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭১৬ | মুসলিম বাংলা