আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭৯১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৪০- গান-বাজনা ও তামাশা।
৭৯১. সাঈদ ইবন জুবায়র হযরত ইবন আব্বাস (রাযিঃ) হইতে বর্ণনা করেন (সূরা লুকমানের এই আয়াতের ব্যাখ্যাঃ (وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ) “লােকদের মধ্যে এমন কতিপয় লােক আছে যাহারা ক্রয় করে আমার বাক্য ” এ প্রসঙ্গে বলেনঃ উহা হইতেছে গান-বাজনা ও অনুরূপ বস্তুসমূহ।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: (وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ)، قَالَ: الْغِنَاءُ وَأَشْبَاهُهُ.