আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৪২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭১- নবীগণের নামানুসারে নাম রাখা
৮৪২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আমার নামানুসারে তোমরা নাম রাখিবে কিন্তু আমার কুনিয়তে কেহ যেন অবলম্বন না করে। কেননা আবুল কাসিম তো আমিই। ১
أبواب الأدب المفرد للبخاري
بَابُ أَسْمَاءِ الأنْبِيَاءِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ يَسَارٍ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: تَسَمُّوا بِاسْمِي، وَلاَ تُكَنُّوا بِكُنْيَتِي، فَإِنِّي أَنَا أَبُو الْقَاسِمِ.
হাদীসের ব্যাখ্যা:
১. কুনিয়াত শব্দের অর্থ পুত্রের সাথে সম্পর্কযুক্ত নাম যেমন- আবুল কাসিম- কাসিমের পিতা, আবূ তাহের- তাহেরের পিতা। অন্য কোন কারণেও এ ধরনের উপনাম রাখা হয়।