আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮৫৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৭৭- নারীদের কুনিয়ত, অমুকের মা বলিয়া অভিহিত করা
৮৫৭. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর নিকট উপস্থিত হইয়া একদা আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আপনার স্ত্রীগণের অমুকের মা তমুকের মা বলিয়া নামকরণ করিয়া দিয়াছেন, সুতরাং আমাকেও এরূপ একটি নামকরণ করিয়া দিন! জবাবে তিনি বলিলেনঃ তুমি তোমার ভগ্নিপুত্র আব্দুল্লাহ্‌র নামে (আব্দুল্লাহ্‌র মা) কুনিয়ত লইয়া লও।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ كُنْيَةِ النِّسَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ حَمْزَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ‏:‏ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، كَنَّيْتَ نِسَاءَكَ، فَاكْنِنِي، فَقَالَ‏:‏ تَكَنِّي بِابْنِ أُخْتِكِ عَبْدِ اللهِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান