আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮৬৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮১- কোন কোন কবিতায় প্রজ্ঞা নিহিত আছে।
৮৬৬. হযরত আস্ওয়াদ ইব্ন সারী (রাযিঃ) বলেন, আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি (আমার কাব্যে) নানাভাবে আল্লাহ্র প্রশংসা কীর্তন করিয়াছি। তিনি বলিলেনঃ তোমার প্রভু তাঁহার প্রশংসা কীর্তন অত্যন্ত পছন্দ করেন। ইহার বেশী আর কিছুই তিনি বলিলেন না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو هَمَّامٍ مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَسْوَدِ بْنِ سَرِيعٍ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي مَدَحْتُ رَبِّي عَزَّ وَجَلَّ بِمَحَامِدَ، قَالَ: أَمَا إِنَّ رَبَّكَ يُحِبُّ الْحَمْدَ، وَلَمْ يَزِدْهُ عَلَى ذَلِكَ.