আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯০৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪০১. কৌলীণ্য
৯০৩. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ করীম ইব্ন করীম ইব্ন করীম ইব্ন করীম হইতেছেন ইউসুফ ইব্ন ইয়াকূব ইব্ন ইসহাক ইব্ন ইবরাহীম (আ)। ১
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْحَسَبِ
حَدَّثَنَا شِهَابُ بْنُ مَعْمَرٍ الْعَوْقِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ الْكَرِيمَ ابْنَ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ.
হাদীসের ব্যাখ্যা:
১.অর্থাৎ একাধারে চার পুরুষ ধরিয়া সম্ভ্রান্ত ও সম্মানিত হইতেছেন ইবরাহীম (আ)-এর পুত্র ইসহাক তাঁহার পুত্র ইয়াকূব এবং তাঁহার পুত্র ইউসুফ (আ)। তাঁহারা প্রত্যেকেই নবী ছিলেন।