আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৫৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪২৯- ভাইয়ের সম্মানার্থে কোন ব্যক্তির দাঁড়ানো।
৯৫৩. হযরত আনাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ)-কে দেখিয়া সাহাবাগণ যত প্রীত হইতেন, আর কাহাকেও দেখিয়া তাহারা ততটুকু প্রীত হইতেন না, অথচ তাহারা যখন তাঁহাকে দেখিতেন, তখন তাঁহার জন্য (সম্মানার্থে) কখনো উঠিয়া দাঁড়াইতেন না যেহেতু তাহা যে তাঁহার অপসন্দনীয় তাঁহারা জানিতেন। ১
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ رُؤْيَةً مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا إِلَيْهِ، لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ.
হাদীসের ব্যাখ্যা:
১.ইমাম তিরমিযী (র)ও এই হাদীসখানা রিওয়ায়াত করিয়া উহাকে সহীহ্ বলিয়া মন্তব্য করিয়াছেন। এছাড়া আবূ দাউদ শরীফে বর্ণিত এক হাদীসে হযরত আবূ উমামার প্রমুখাৎ বর্ণিত আছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আজমীদের তথা বিজাতীয়দের মতো দাঁড়াইয়া সম্মান প্রদর্শন করিও না; তাহারা একে অপরকে দাঁড়াইয়্যা সম্মান প্রদর্শন করে।