আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৭৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৪১- মোসাফাহা (করমর্দন)।
৯৭৫. হযরত বারা ইব্ন আযিব (রাযিঃ) বলেন, সালাম বা অভিবাদনের পূর্ণতার মধ্যে ইহাও শামিল যে, তুমি তোমার ভাইয়ের সাথে মোসাফাহা বা করমর্দনও করিবে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ أَبِي جَعْفَرٍ الْفَرَّاءِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: مِنْ تَمَامِ التَّحِيَّةِ أَنْ تُصَافِحَ أَخَاكَ.