আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯৯২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৫০- যে ব্যক্তি আগে সালাম দেয়।
৯৯২. হযরত আবু আইউব (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন মুসলমানের জন্য ইহা বৈধ নহে যে, তাহার অপর মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশী কাল সম্পর্ক ছিন্ন অবস্থায় থাকিবে। তারপর তাহাদের দুইজনের সাক্ষাৎ হইবে। আর একজন একদিকে মুখ ফিরাইয়া নিবে অপরজন অপর দিকে মুখ ফিরাইয়া লইবে। তাহাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে আগে সালাম দেয়।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، وَالْقَعْنَبِيُّ، قَالاَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: لاَ يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ، فَيَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلامِ.