আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১০২৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৭০. আবীর (যাফরান মিশ্রিত খোশবু) মাখা ব্যক্তি ও পাপাসক্তদিগকে সালাম না দেওয়া
১০২৮. হযরত আলী ইব্ন আবু তালিব (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) এমন এক সম্প্রদায়ের সম্মুখ দিয়া অতিক্রম করিতেছিলেন যাহাদের মধ্যে এক ব্যক্তি ছিল আবীর মাখা। তিনি তাহাদের প্রতি তাকাইলেন এবং তাহাদিগকে সালাম দিলেন, কিন্তু সেই ব্যক্তিটির দিক হইতে মুখ ফিরাইয়া রহিলেন। তখন সেই ব্যক্তিটি বলিয়া উঠিলঃ (ইয়া রাসূলাল্লাহ্) আপনি কি আমার দিক হইতে মুখ ফিরাইয়া নিলেন? রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তাহার দুই চক্ষুর মধ্যবর্তী স্থানে জ্বলন্ত তুলা রহিয়াছে। ১
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ تَرَكَ السَّلامَ عَلَى الْمُتَخَلِّقِ وَأَصْحَابِ الْمَعَاصِي
حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ الْحَكَمِ الْعُرَنِيُّ، قَالَ: أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَوْمٍ فِيهِمْ رَجُلٌ مُتَخَلِّقٌ بِخَلُوقٍ، فَنَظَرَ إِلَيْهِمْ وَسَلَّمَ عَلَيْهِمْ، وَأَعْرَضَ عَنِ الرَّجُلِ، فَقَالَ الرَّجُلُ: أَعْرَضْتَ عَنِّي؟ قَالَ: بَيْنَ عَيْنَيْهِ جَمْرَةٌ.
হাদীসের ব্যাখ্যা:
১. এই হাদীসের পাঠ (Text) অনুসারে بين عينيه -এর অনুবাদ করা হইয়াছে। তাহার দুই চক্ষুর মধ্যে। অন্যান্য হাদীসের দ্বারা জানা যায় যে, অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহাকেও সরাসরি কিছু না বলিয়া পরোক্ষভাবে কথা বলিতেন বিশেষত যখন কাহার দোষ বর্ণনায় প্রয়োজন হইত। সেই অনুসারে তাহার এরূপ বলাই স্বাভাবিক। কিন্তু তাশখন্দের ছাপা এই কিতাবের টীকায় বলা হইয়াছে, ভারতে মুদ্রিত সংস্করণে এবং অন্য এক সংস্করণে আছে بين عينيك অর্থাৎ তোমার দুই চক্ষুর মধ্যবর্তী স্থানে। যদি তাহাই হয় তবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ঐ ব্যক্তির দিক হইতে মুখ ফিরাইয়া রাখার বা তাহার প্রতি অসন্তুষ্টি প্রকাশের কারণ ব্যক্ত করিয়া দিয়াছেন। স্পষ্টভাষী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষে ইহাও বিচিত্র নহে।