আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১০৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫০৮- যে ব্যক্তি নিজ ঘরে সালাম দিয়ে প্রবেশ করে তার ফযীলাত।
১১০৩. আবু যুবাইর (রাহঃ) বলেন, আমি হযরত জাবির (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছিঃ যখন তুমি তোমার পরিবারবর্গের মধ্যে প্রবেশ করিবে তখন তাহাদিগকে সালাম করিবে, যাহা আল্লাহ্‌র পক্ষ হইতে তাহাদিগের জন্য হইবে একটি বরকতপুর্ণ উৎকৃষ্ট বস্তু।
রাবী বলেন, আমার মতে ইহা মহান আল্লাহ্‌র বাণীঃ وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا “যখন তোমাদিগকে অভিবাদন করা হয় তখন তোমরা উহার চাইতে উত্তম প্রত্যাভিবাদন কর অথবা উহা ফিরাইয়া দাও। [অর্থাৎ কমপক্ষে উহারই পুনরাবৃত্তি কর।]” (সুরা নিসাঃ ৮৬) এর ব্যাখ্যা স্বরুপ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ: إِذَا دَخَلْتَ عَلَى أَهْلِكَ فَسَلِّمْ عَلَيْهِمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيْبَةً قَالَ: مَا رَأَيْتُهُ إِلَّا يُوجِبُهُ قَوْلُهُ: {وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا} [النساء: 86]
tahqiqতাহকীক:তাহকীক চলমান