আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২০৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৭৪. প্রত্যুষে পড়িবার দুআ
১২০৮. হযরত ইব্ন উমর (রাযিঃ) বলেন, সকাল-সন্ধ্যায় এরূপ বলিতে রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও ছাড়িতেন নাঃ “প্রভো! আমি তোমার দরবারে প্রার্থনা করি দুনিয়া ও আখিরাতের স্বাচ্ছন্দ্য। প্রভো! আমি তোমার দরবারে প্রার্থনা করি ক্ষমা ও স্বাচ্ছন্দ্য আমার দ্বীন ও দুনিয়াতে আমার পরিবার-পরিজন ও ধনসম্পদে। প্রভো! আমার গোপনীয়তা তুমি রক্ষা কর! আমার ভীতিবিহবলতা হইতে আমাকে মুক্ত রাখ। প্রভো! আমাকে হিফাযত কর আমার সম্মুখ হইতে, আমার পশ্চাৎ হইতে, আমার ডান দিক হইতে, আমার বাম দিক হইতে, আমার উর্ধদেশ হইতে এবং আমি তোমার মহত্ত্বের কাছে আশ্রয় কামনা করিতেছি যেন আমার নিম্নদিক হইতে আমার জন্য সঙ্কট সৃষ্টি না করা হয়।”
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عُبَادَةَ بْنِ مُسْلِمٍ الْفَزَارِيِّ قَالَ: حَدَّثَنِي جُبَيْرُ بْنُ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَدَعُ هَؤُلاَءِ الْكَلِمَاتِ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي. اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي. اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي.