আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৩০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৮২- বাতি নিভানো।
১২৩০. হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, একদা একটি ইঁদুর আসিয়া প্রদীপের সলিতা টানিয়া লইয়া যাইতে লাগিল। একটি বালিকা উহাকে ছাড়িয়া দাও! তখন ঐ নেংটি ইঁদুরটি উহা ঐ বালিকা যে চাটাইর উপর উপবিষ্ট ছিল উহার উপর নিয়া ফেলিয়া দিল ! তাহাতে উহার এক দিরহাম পরিমাণ স্থান পুড়িয়া গেল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেন, যখন তোমরা নিদ্রা যাও তখন তোমাদের প্রদীপ নিভাইয়া ফেলিবে। কেননা শয়তান এরূপই করিতে শিখাইয়া দেয়। আর উহারা এভাবে তোমাদিগকে পুড়াইয়া দেয়।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَمْرُو بْنُ طَلْحَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَسْبَاطٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ‏:‏ جَاءَتْ فَأْرَةٌ فَأَخَذَتْ تَجُرُّ الْفَتِيلَةَ، فَذَهَبَتِ الْجَارِيَةُ تَزْجُرُهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ دَعِيهَا، فَجَاءَتْ بِهَا فَأَلْقَتْهَا عَلَى الْخُمْرَةِ الَّتِي كَانَ قَاعِدًا عَلَيْهَا، فَاحْتَرَقَ مِنْهَا مِثْلُ مَوْضِعِ دِرْهَمٍ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ إِذَا نِمْتُمْ فَأَطْفِئُوا سُرُجَكُمْ، فَإِنَّ الشَّيْطَانَ يَدُلُّ مِثْلَ هَذِهِ عَلَى مِثْلِ هَذَا فَتَحْرِقُكُمْ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২৩০ | মুসলিম বাংলা