আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৪৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৮৯- কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক।
১২৪৩. হযরত জাবির (রাযিঃ) রাসূলে করীম (ﷺ)-এর পবিত্র মুখ হইতে শুনিয়াছেনঃ রাত্রি গভীর হইলে তোমরা কম বাহির হইবে। কেননা, আল্লাহ্‌র এমন অনেক সৃষ্টজীব আছে যাহাদিগকে ঐসময় তিনি ছড়াইয়া দেন। সুতরাং তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার চীৎকার শুনিতে পাইবে তখন বিতাড়িত শয়তান হইতে আল্লাহ্‌র দরবারে আশ্রয় প্রার্থনা করিবে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، وَعَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالاَ‏:‏ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ‏:‏ حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْهَادِ، عَنْ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ قَالَ ابْنُ الْهَادِ‏:‏ وَحَدَّثَنِي شُرَحْبِيلُ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ أَقِلُّوا الْخُرُوجَ بَعْدَ هُدُوءٍ، فَإِنَّ لِلَّهِ خَلْقًا يَبُثُّهُمْ، فَإِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلاَبِ أَوْ نُهَاقَ الْحَمِيرِ، فَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান