আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৫৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬০২. অধিক বয়সে খাত্‌না
১২৫৯. হযরত হাসান (রাযিঃ) বলেনঃ তোমাদের কাছে কি উহার অর্থাৎ মালিক ইব্‌ন মুনযিরের এই আচরণ অদ্ভুৎ ঠেকে না যে সে কাকর (ইরাকের একটি গ্রাম) এর নওমুসলিম বৃদ্ধদের লুঙ্গি খুলিয়া পর্যন্ত তালাশী লয় যে, তাহারা খাত্‌না করিয়াছেন কিনা, অতঃপর যখন দেখা গেল যে, তাহারা খাত্‌না করান নাই, তখন আদেশ বলে এমন তীব্র শীতের সময় তাঁহাদের খাত্‌না করাইল যে, আমার কাছে তো এমনও সংবাদ পৌছিয়াছে যে, তাঁহাদের মধ্যকার কেহ কেহ মৃত্যুবরণ পর্যন্ত করিয়াছেন অথচ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে তো রূমী ও হাবশী অনেকেই ইসলাম গ্রহণ করিয়াছেন। কই, তাঁহাদের তো কোনদিন খাত্‌নার তালাশী লওয়া হয় নাই !
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مُعْتَمِرٌ قَالَ‏:‏ حَدَّثَنِي سَالِمُ بْنُ أَبِي الذَّيَّالِ، وَكَانَ صَاحِبَ حَدِيثٍ، قَالَ‏:‏ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ‏:‏ أَمَا تَعْجَبُونَ لِهَذَا‏؟‏ يَعْنِي‏:‏ مَالِكَ بْنَ الْمُنْذِرِ عَمَدَ إِلَى شُيُوخٍ مِنْ أَهْلِ كَسْكَرَ أَسْلَمُوا، فَفَتَّشَهُمْ فَأَمَرَ بِهِمْ فَخُتِنُوا، وَهَذَا الشِّتَاءُ، فَبَلَغَنِي أَنَّ بَعْضَهُمْ مَاتَ، وَلَقَدْ أَسْلَمَ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الرُّومِيُّ وَالْحَبَشِيُّ فَمَا فُتِّشُوا عَنْ شَيْءٍ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান