আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৯৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬২১- মনের মধ্যে সৃষ্ট কুমন্ত্রণা।
১২৯৩. শাহ্ ইব্ন হাওশাব বলেন, একদা আমি এবং আমার মামা হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর খেদমতে উপস্থিত হইলাম। মামা বলিলেন, আমাদের এক এক জনের অন্তরে এমন সব কথার উদ্রেক হয় যে, যদি উহা মুখে উচ্চারণ করে তবে তাহার পরকাল উজাড় হইয়া যাইবে। আর যদি উহা প্রকাশ পায় তবে এজন্য তাহাকে হত্যা করা হইবে। ইহা শুনিয়া হযরত আয়েশা (রাযিঃ) তিনবার তাক্বীর বলিলেন। অতঃপর বলিলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কে এই প্রশ্ন করা হইলে জবাবে তিনি বলেনঃ যখন তোমাদের মধ্যকার কাহারও এমন অবস্থা হয়, তখন তিনবার তাক্বীর বলিবেঃ কেননা, মু’মিন ছাড়া আর কেহই এরূপ অনুভব করে না।
أبواب الأدب المفرد للبخاري
وَعَنْ جَرِيرٍ، عَنْ لَيْثٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ قَالَ: دَخَلْتُ أَنَا وَخَالِي عَلَى عَائِشَةَ، فَقَالَ: إِنَّ أَحَدَنَا يَعْرُضُ فِي صَدْرِهِ مَا لَوْ تَكَلَّمَ بِهِ ذَهَبَتْ آخِرَتُهُ، وَلَوْ ظَهَرَ لَقُتِلَ بِهِ، قَالَ: فَكَبَّرَتْ ثَلاَثًا، ثُمَّ قَالَتْ: سُئِلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ، فَقَالَ: إِذَا كَانَ ذَلِكَ مِنْ أَحَدِكُمْ فَلْيُكَبِّرْ ثَلاَثًا، فَإِنَّهُ لَنْ يُحِسَّ ذَلِكَ إِلا مُؤْمِنٌ.