মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং:
- ঈমানের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৯। আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করেছে সে, যে আল্লাহকে রব তথা প্রতিপালক, ইসলামকে দ্বীন ও মুহাম্মাদ (ﷺ) কে রাসূল বলে রাজী হয়েছে। (মুসলিম)
كتاب الإيمان
الفصل الاول
وَعَن الْعَبَّاس بن عبد الْمطلب قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاقَ طَعْمَ الْإِيمَانِ مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولًا» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

ঈমানের স্বাদ ও মিষ্টতা দ্বারা বোঝানো উদ্দেশ্য ইবাদত-আনুগত্যে মজা পাওয়া, দীনের জন্য কষ্ট-ক্লেশ বরদাশত করতে প্রস্তুত থাকা এবং দুনিয়ার ধন-সম্পদের উপর দীনদারীকে প্রাধান্য দিতে পারা।
রিয়াযুস সালিহীন,মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)