মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৪০
- ঈমানের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪০। হযরত মুয়ায বিন জাবাল (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, বেহেশতের চাবি হল “আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই "এ সাক্ষ্য দেয়া। (আহমদ)
كتاب الإيمان
الفصل الثالث
عَن مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: «قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَفَاتِيحُ الْجَنَّةِ شَهَادَةُ أَنْ لَا إِلَه إِلَّا الله» . رَوَاهُ أَحْمد