মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৬৬
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৬। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মানুষ পরস্পর জিজ্ঞাসাবাদ করতে থাকে। অবশেষে বলে, আল্লাহ্ পাক সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে? অতএব যে এরূপ কিছু অন্তরে পাবে, তখন সে যেন বলে, আমি আল্লাহ্ ও রাসূলের প্রতি ঈমান এনেছি। (বোখারী, মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ؟ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ: آمَنت بِاللَّه وَرُسُله