মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৭২
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭২। হযরত জাবের (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, তিনি বলেন, শয়তান আরব উপদ্বীপের নামাযীদের থেকে তার পূজার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তবে একের বিরুদ্ধে অন্যকে লেলিয়ে দেয়ার ব্যাপারে নিরাশ হয়নি। (মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِن الشَّيْطَان قد أيس أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ وَلَكِنَّ فِي التحريش بَينهم» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)