মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৯৪
- ঈমানের অধ্যায়
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৯৪। হযরত উবাদা ইবনস সামেত (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ্ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। অতঃপর কলমকে বললেন, লিখ। কলম বলল, কি লিখব? আল্লাহ্ বললেন, তাক্‌দীর লিখ। সুতরাং যা ছিল এবং যা হবে অনন্তকাল পর্যন্ত সবকিছু লিখে শেষ। ইমাম তিরমিযী বলেন, সনদের দিক দিয়ে হাদীসটি গরীব।
كتاب الإيمان
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَن عبَادَة بن الصَّامِت قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول «إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمُ فَقَالَ اكْتُبْ فَقَالَ مَا أَكْتُبُ قَالَ اكْتُبِ الْقَدَرَ مَا كَانَ وَمَا هُوَ كَائِنٌ إِلَى الْأَبَدِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِسْنَادًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান